সোমবার ● ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জঙ্গিবিরোধী মানববন্ধন
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জঙ্গিবিরোধী মানববন্ধন

ঢাকা প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে জঙ্গি-সন্ত্রাসবিরোধী মানববন্ধন, সমাবেশ, আলোচনা ও পতাকা মিছিল ১১ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়৷বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন৷ সমাবেশ, মানববন্ধন ও আলোচনা শেষে সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে পতাকা মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আহুত সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করে৷
আলোচনা সভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সকল দেশপ্রেমিক নাগরিকদের জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিপর্যয় থেকে উত্তরণ ঘটাতে হবে৷ ইসলাম শান্তির ধর্ম৷ যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমে লিপ্ত তারা ইসলাম ও মানবতার শত্রু৷ সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ধর্ম নেই৷ সকল মুসলমান ভাই বোনদের ঈমানী দায়িত্ব এদেরকে প্রতিরোধ করা৷ এই জন্যে প্রতিটি পাড়ায়-মহলস্নায়, জেলা-উপজেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করা আবশ্যক৷
কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক এড. মোঃ মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম ও এস.এম আজাদ হোসেন, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহানগর দক্ষিণের মোঃ আব্দুল গফুর সাগর, কবি মোঃ খাদেমুল ইসলাম প্রমুখ৷





তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে