মঙ্গলবার ● ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিনার ২৫ বিজিবি’র বৃক্ষরোপন ও মত্স্য পোনা অবমুক্তকরন
ছোটহরিনার ২৫ বিজিবি’র বৃক্ষরোপন ও মত্স্য পোনা অবমুক্তকরন

বরকল প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনার ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র উদ্যোগে বৃক্ষরোপন ও মত্স্য পোনা অবমুক্ত করা হয়েছে৷ ৩১ জুলাই রবিবার ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহাবুদ্দিন ফেরদৌস ব্যাটালিয়ন সদর প্রাঙ্গনে নিমগাছের চারা রোপন ও মত্স্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন৷
এসময় ব্যাটালিয়ন মেডিকেল অফিসার, ক্যাপ্টেন এসকে এম সাকিব হাসান সানিসহ সুবেদার মেজর, সকল স্তরের সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷ বৃক্ষরোপন কর্মসুচির আওতায় ব্যাটালিয়ন সদরসহ সকল বিওপি (ক্যাম্প) সমুহে গাছের চারা রোপন করা হয়৷ ব্যাটালিয়নের সকল সদস্য অন্তত দু’টি করে গাছের চারা রোপন করেন৷
এই কর্মসুচির আওতায় ব্যাটালিয়ন সদরসহ সকল ক্যাম্পে মোট দুই হাজার ভেজষ ও ফলজ গাছের চারা রোপন করা হয়৷ এছাড়া ব্যাটালিয়ন সদর ও এরাবুনিয়া সিআইও ক্যাম্প সম্মিলিত খামারের পুকুরে প্রায় ১৪ হাজার বিভিন্ন প্রজাতির মত্স্যপোনা অবমুক্ত করা হয়৷





কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব