বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ

ষ্টাফ রিপোর্টার :: (২০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) বিতর্কিত পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন পূর্বক মন্ত্রীসভায় অনুমোদন করার প্রতিবাদে এবং বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলটি ৪ আগষ্ট বৃস্পতিবার সকালে বাঙ্গালী ছাত্র পরিষদের প্রধান কার্যালয় কাঠালতলী থেকে শুরু হয়ে রাঙামাটি শহরের বনরুপা সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করে আমাদের বাঙালি জাতিকে উচ্ছেদ করতে চায়। এই পার্বত্য ভূমি কমিশন আইন তিন পার্বত্য জেলার বসবাসরত বাঙালিরা মানবেনা । এসময় বক্তারা আরো বলেন, তিন পার্বত্য জেলার বাঙালি জাতিকে উচ্ছেদ করা যাবে না। তাই সরকারের কাছে জোর দাবি এই বিতর্কিত পার্বত্য ভূমি কমিশন আইন পার্বত্য চট্টগ্রাম থেকে বাতিল করুন। তা না হলে কর্মসূচির মাধ্যমে পার্বত্যাঞ্চল অচল করে দিব এছাড়া কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাঙ্গালী ছাত্র পরিষদের নেতারা।
এ সময় বিক্ষোভ সমাবেশে বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ, কেন্দ্রীয় সহ- সভাপতি মো. হানিফ, জেলা সভাপতি মো. ইব্রাহিম, জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খান, রাঙামাটি কলেজ শাখার সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্যে রাখেন।
উল্লেখ, মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ পাস হওয়ার প্রতিবাদের আগামী তিন পার্বত্য জেলায় সর্বাত্মক হরতাল আহ্বান করেছে ৫ টি বাঙালী সংগঠন। গত মঙ্গলবার রাজধানীতে ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচী ঘোষণা করে গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করে।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা