রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
রাঙামাটিতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
ষ্টাফ রিপোর্টার :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে ১৪ আগষ্ট রবিবার বিকালে রাঙামাটি পার্বত্য জেলার অনগ্রসর ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকে তিন পার্বত্য জেলার অনগ্রসর, অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে৷ ১৯৯২ সাল হতে বেশ কয়েক বছর শিক্ষাবৃত্তি প্রদান করা সম্ভব না হলেও ২০০০ সাল পরবর্তী সময় হতে আবারও শিক্ষাবৃত্তি প্রদানের ধারাবাহিকতা ফিরে আসে৷ শিক্ষাবৃত্তি প্রদানের টাকার পরিমাণও পূর্বে তুলনায় বৃদ্ধি পেয়েছে৷ পার্বত্য চট্টগ্রাম বোর্ড ২০১৪-১৫ অর্থ বছরের ৫০ লক্ষ টাকায় তিন পার্বত্য জেলার ১,০৬৮ জন অনগ্রসর, মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছিল৷ ২০১৫-১৬ অর্থ বছরের ৬০ লক্ষ টাকায় তিন পার্বত্য জেলার মোট ১,২৮১ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে৷ তন্মধ্যে প্রত্যেক পার্বত্য জেলার কলেজ পর্যায়ে ২০৫ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২২ জনসহ মোট ৪২৭ জন ছাত্র-ছাত্রী শিক্ষাবৃত্তি পাবে৷ কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে ৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়৷ শিক্ষাবৃত্তি টাকার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ছবি সমল্বিত একটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরের শিক্ষাবৃত্তি বইও দেয়া হয়েছে৷ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বরাদ্দ বাড়িয়ে সামনে থেকে ১ কোটি টাকা করা হবে বলে জানান ২০১৫-১৬ অর্থ বছরে মেধাবী ও অনগ্রসর ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি৷ তিনি বলেন যে পার্বত্য চট্টগ্রাম এলাকার ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা সুযোগ কম তাই শিৰা প্রতি বেশি মনোযোগী হতে হবে৷ তিনি সামনে বার থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রাপ্ত মেধাবী, অনগ্রসর ও অসচছল ছাত্রছাত্রীর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলেও জানান৷ ডিজিটাল বাংলাদেশ গড়া প্রত্যয়কে সামনে রেখে ২০১৬-১৭ অর্থ বছর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি আবেদন ফরম সম্পূর্ণ অনলাইনে পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে৷ ২০১৬-১৭ অর্থ বছর থেকে শিক্ষাবৃত্তি জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ব্যাংক হিসাবের বৃত্তি টাকা পাঠানো হবে বলেও প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়