বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আগুনে পুড়ে ভশ্বীভুত হল ২২ টি দোকান
আলীকদমে আগুনে পুড়ে ভশ্বীভুত হল ২২ টি দোকান

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) বান্দরবানের আলীকদমে আগুনে পুড়ে বশ্বিভুত হল ১৩ টি দোকান৷ ১৭ আগষ্ট বুধবার দিনগত রাত আনুমানিক ২ টায় আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দোছড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ এতে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা৷ এলাকাটি দুর্গম পাহাড়ি এলাকা ও মোবাইল নেটওয়ার্কে আওতার বাইরে হওয়ায় তাত্ক্ষনিক কোন প্রশাসনিক সহযোগীতা দেওয়া সম্ভব হয়নি৷
তবে ১৮ আগষ্ট বৃহষ্পতিবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনা স্থালে যায়৷ বিকেল ৩ টায় বান্দরবান এর জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার অনির্বাণ চাকমা, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমূখ৷
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি দোকান মালিককে ৭ হাজার ৫’শ টাকা করে নগদ আর্থপ্রদান করেন এবং প্রয়োজনীয় পরিমান ঢেউটিন ও চাল পাঠানোর কথা বলেন৷
কুরুপ পাতা ইউনিয়নের ইউপি মেম্বার মর্জিনা তঞ্চঙ্গ্যা বলেছেন, বাজারের নিকটে একটি মসজিদ ছাড়া সবকটি দোকান আগুনে পূড়ে গেছে৷ বাজারের আশেপাশে কোন বসতি না থাকায় ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে অবস্থান করছে৷ তবে অগ্নিকান্ডের কারণ হিসেবে এখনো নিশ্চিত করে কিছু বলা নাগেলেও রান্নার চুল্লি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধরণা করছেন৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়