মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১টি পাহাড় ১টি খামার কর্মসূচীর উপকাভোগীদের প্রদর্শণী উপকরণ বিতরণ
রাঙামাটিতে ১টি পাহাড় ১টি খামার কর্মসূচীর উপকাভোগীদের প্রদর্শণী উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নাধীন একটি পাহাড় একটি খামার কর্মসূচীর উপকাভোগীদের প্রদর্শণী উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
৩০ আগষ্ট মঙ্গলবার সকালে রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগীতায় কৃষি বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে সদর উপজেলার বিলাইছড়ি পাড়ার একটি পাহাড়ে বসবাসরত ৪টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১২টি মুরগীর ছানা, ৪টি পিগ, ২টি ছাগল ছানা, ২ব্যাগ গবাদীপশুর খাবার ও ফলজ চারা বিতরণ করা হয়৷
কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকাভোগীদের প্রদর্শণী উপকরণগুলো বিতরণ করেন৷ এ সময় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালাক রমনী কান্তি চাকমা, কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক ও কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, কৃষিবান্ধব বর্তমান সরকারের আন্তরিকতায় এ জেলায় বসবাসরত মানুষের কৃষি ও আত্মসামাজিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে৷ আগামীতেও এ উন্নয়ন অব্যাহৃত থাকবে৷ তিনি উপস্থিত উপকারভোগীদের উদ্দ্যেশে বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের উন্নতির কথা ভেবে পরিষদ এ পাইলট প্রকল্প হাতে নিয়েছে৷ এখন এটিকে বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব৷ আপনাদের সুকর্মের প্রতিফলন হলেই এই প্রকল্প ভবিষ্যতে দীর্ঘমেয়াদী হবে৷ পরিষদের এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি অন্যান্যদের এই প্রকল্পের আওতায় আনার জন্য কাজ করে যেতে হবে৷ প্রাপ্ত গবাদী পশু ও ফলজ বৃক্ষগুলোকে সঠিক পরিচর্যা করে এগুলো দ্বিগুন বা তার অধিক করার চেষ্টাই আপনাদের সফলতা বয়ে আনবে৷





সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বিষয়ক অবহিতকরণ সভা
রাঙামাটির অসহায় কিশোরের চিকিৎসায় সেনাবাহিনী
রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত