শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মধু পুণির্মা উদযাপিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মধু পুণির্মা উদযাপিত

ষ্টাফ রিপোর্টার :: (১ আশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০৮মি.)১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাঙামাটি বড়ুয়া জন কল্যান সংস্থা দ্বারা পরিচালিত শহরের আসামবস্তীস্থ বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মধু পুণির্মা উদযাপন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটি বড়ুয়া জন কল্যান সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়া সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন সনৎ কুমার বড়ুয়া, উদয়ন বড়ুয়া, প্রদিপ কুমার বড়ুয়া ও ধীমান বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন মিলন বড়ুয়া, বিধান বড়ূয়া, দীপক বড়ুয়া,রনজিত বড়ুয়া,আশিষ বড়ুয়া,অলোক প্রিয় চৌধুরী, রাঙামাটি বড়ুয়া জন কল্যান সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির দায়ক - দায়িকাবৃন্দ।
মধু পুণির্মা এবং এর তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা সভা শেষে বিশ্বের সকল প্রাণীর প্রতি শান্তি কামনা করে দান উৎসর্গ অনুষ্ঠান পরিচালনা করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনা পাল ভিক্ষু।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন