শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » দেশের কোন মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে পারবে না - ওবায়দুল কাদের
দেশের কোন মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে পারবে না - ওবায়দুল কাদের
সিরাজগঞ্জ প্রতিনিধি::
যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদকে সামনে রেখে দেশের সড়ক গুলোতে যানযট হবে না আশা করি৷ কারন দেশের প্রতিটি মহাসড়ক এখন চলার উপযুক্ত রয়েছে৷ তবে বিগত কিছুদিনের টানা বৃষ্টি সড়ক গুলোকে ক্ষতি করলেও বর্তমানে তা মেরামত করা হয়েছে৷ বিগত ৩০ বছরে এমন বৃষ্টি পাত হয়নি৷ এটি একটি নতুন অভিজ্ঞতা৷ একই সাথে মন্ত্রী আরো বলেন, শুধু বৃষ্টিতেই সড়ক নষ্ট হয় না৷ কাজের মান খারাপ হলেই বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্থ হয়৷ যেখানে যেখানে বৃষ্টিতে সড়ক নষ্ট হয়েছে, সেখানে তদনত্ম করে দেখা হবে কাজের মান কতটুকু খারাপ হয়েছে৷ সেই অনুযায়ী ব্যবস্থাও গ্রহন করা হবে৷
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৪টি স্থানে ৮ কোটি টাকা ব্যয়ে ডিভাইডার নির্মানকাজের উদ্বোধন করতে এসে তার ভিত্তিফলক দেখে এমন মনত্মব্য করেন৷ মন্ত্রী এ সময় বলেন, এখানে যে ভাবে পাথর দিয়ে খোদাই করে উদ্বোধনী ফলক বানানো হয়েছে সেটা ঠিক হয়নি৷ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন৷ এ সময় সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কামারম্নজ্জামা, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহবুদ্দিন, জেলা প্রশাসক বিলস্নাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া,সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান সহ সংশিস্নষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
মন্ত্রী আরো বলেন, দেশের বাসে, ট্রেন সহ কোথাও ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থার প্রয়োজন নেই৷ সাধারণ মানুষের সাথে তারা সংশিস্নষ্ট বিভাগে টিকিট সংগ্রহ করবে৷ পার্শবর্তী ভারত সহ সার্কভুক্ত কোন দেশে ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা নেই৷ এই ব্যবস্থার কারনে সাধারণ মানুষেরা ভোগানত্মির মধ্যে পড়ছে৷ এ ছাড়াও মন্ত্রী আবারো বলেন,দেশের কোন মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে পারবে না৷ সড়ক মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ী উঠলেই পুলিশ সহ সংশিস্নষ্ট বিভাগের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহনের আহবান জানান৷





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর