বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র মন্ত্রী
জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র মন্ত্রী
আল আমিন মন্ডল, বগুড়া জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গডে তুলতে হবে৷ দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে৷ ফলে বাংলাদেশকে অকার্যকর দেশে পরিনত করতে একটি মহল দেশে ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে৷ আমরা ধর্মভীরু কিন্তু ধর্ম অন্ধ নয়৷ তিনি আরো বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না৷ সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়৷ আসুন আমরা সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াই ও প্রতিরোধ গড়ে তুলি৷ তিনি ৫অক্টোবর বুধবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ এবং জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ বগুড়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ১২ আয়োজনে এ্যাডিশনাল ডিআইজি ও র্যাব ১২ অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান বিপিএম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডিশনাল আইজিপি ও র্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার), বিরোধীদলীয় সংসদ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্মসমর্পণকারী জঙ্গি আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান বিজয় প্রমূখ৷
এরপর আত্মসমর্পণকারী ২ জঙ্গিকে চেক প্রদান করা হয়৷ শেষে বগুড়া র্যাব ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী ও র্যাব এর মহাপরিচালককে সম্মাননা ক্রেস প্রদান করা হয়৷





প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন