শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বিএনপি,ছাত্রদল,ছাত্রলীগ,যুবলীগ ও পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে : ভূমি মন্ত্রী
বিএনপি,ছাত্রদল,ছাত্রলীগ,যুবলীগ ও পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে : ভূমি মন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৭মি.) শুক্রবার দুপুরে ঈশ্বরদী পৌর বাস টার্মিনাল ভবনে পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ২য় পর্ব প্রকল্পের অধীন ঈশ্বরদী পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে ১৯ দশমিক ৭৫ কি.মি. বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন করা হয়েছে৷
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে এ কাজের উদ্বোধন করেন৷ পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, আওয়ামী লীগ ঈশ্বরদী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমান,জেলা আওয়ামীলীগ নেতা বশির আহমেদ বকুল,পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন রহমান শাহিন, পাবলিক প্রসিকিউটর মোক্তার হোসেন,ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান রিপন ও মাহজেবিন শিরিন পিয়া, বক্তব্য রাখেন৷
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন,পৌর এলাকার কাঙ্খিত উন্নয়ন হয়নি৷ বরং রাস্তাগুলো সংকুচিত হয়েছে৷ বিমান বন্দর ও লোকোসেড রোডে ফুটপাত নির্মাণ এবং গোটা শহরকে বিউটিফিকেশন করতে হবে৷
তিনি বলেন, যে কোন উপায়ে চিনহিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার পূর্বক মাদক ব্যবসা বন্ধ এবং বিএনপি,ছাত্রদল,ছাত্রলীগ ও পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর