বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জৈনপুরি হুজুরের মাহফিলে চরমোনাই’র এক ভন্ডকে উচিৎ শিক্ষা দিলো আমজনতা
জৈনপুরি হুজুরের মাহফিলে চরমোনাই’র এক ভন্ডকে উচিৎ শিক্ষা দিলো আমজনতা
মুতাসিম বিল্লাহ ,বরগুনা প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৪৬মি.) বরগুনা জেলার বেতাগী উপজেলার ঐত্যবাহী মোকামিয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা হাছান উদ্দিন (রহ:) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর ও ১ নভেম্বার, সোম ও মঙ্গলবার আয়োজন করা হয় ২ দিন ব্যাপি ঈছালে ছাওয়াব মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ছিলো মাহফিলের ২য় দিন তথা শেষের দিন .
এবং প্রধান অতিথী ছিলেন, আমিরে তাহরীক খতমে নব্যুয়াত বাংলাদেশ-মুফতী ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি (বর্তমান পীর সাহেব আব্বাসি মন্জিল জৈনপুর দরবার শরীফ) .
এক পর্যায় মাহফিলের অধিবেশন শুরু হয় এরপর রাত ১০ ঘটিকার পর প্রধান অতিথী প্রায় ৩ ঘন্টার মতো বয়ান পেশ করেন. বয়ান পেশের শেষ মুহুর্তে প্রায় রাত ১.টার দিকে জনতার জানতে চাওয়া এক প্রশ্ন, মিলাদ কিয়াম জায়েয আছে কিনা?
এ সম্পার্কে জৈনপুরির পীর সাহেব হুজুর রেফারেন্স দিতে গেলে হাজারো জনতার মধ্য থেকে একজন চরমোনাই’র নামধারী ভন্ড মুরিদ জৈনপুরির হুজুরের প্রশ্ন জবাবের বিরুদ্বে ক্ষেপে উঠে এবং মধ্য মাঠ থেকে পীর সাহেবকে অপমান করার জন্য মাহফিল মঞ্চের কাছে দৌড়ে এসে তখন আম-জনতা অঙ্গাতনামা ঐ যুবককে কঠীন মারধর এবং পীর সাহেব হুজুরকে অপমান করার এক প্রতিশোধ নেন পরে পুলিশ ও বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজ্জামেল হক এসে তাকে উদ্ধার করেন।
এসমায় প্রায় ৩০ মি. মাহফিলের ময়দানে ঐ ভন্ড ও ইসলামের অপব্যাখা কারী অঙ্গাত নামা লোকটিকে আইনের আওতায় এনে কঠীন শাস্তি দেবার প্রতিঙ্গা ব্যাক্ত করে আল্লাহু আকবার ধ্বনি মুখরিত করে, এরপর মাহফিল ময়দানের পরিবেশ কিছুটা শান্ত হলে জৈনপুরি পীর সাহেব হুজুর চরমোনাই’র উদ্দেশ্য মিলাদ কিয়াম জায়েয বলে চ্যালোন্জ করে বলেন আমরা একাধিকবার মিলাদ কিয়ামের ব্যাপারে বহাসে জয়ী হয়েছি এরপরও আপনার যদি বহাস করতে রাজি হন তাহলে আসেন আমি প্রস্তুত।
এরপর তিনি মোনাজাত করে তার বয়ান শেষ করেন এবং পরবর্তী বয়ান চলতে থাকে।
ঘটনা সম্পার্কে মোকামিয়া দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন পীর সাহেবে শাহ মুহাম্মাদ মাহমুদুল হাসান ফৈরদাউসের কাছে জানতে চাইলে তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, ঐ জানোয়ার আমাকে অপমান করেনি এবং জৈনপুরি পীর সাহেবকে অপমান করেনি ওহ এই দরবারকে , অপমান করেছে আমি আজ লক্ষ জনতা ও এই দরবারের মুরিদের মাঝে মানবতা দেখলাম কিন্তু প্রসাশন যদি ঐ ভন্ড জানোয়ার ইসলামের শত্রুকে গ্রেফতার না করে তাহলে আমি এই মোকামিয়ার জমিনে ওর কঠিন বিচার করবো।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ