বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মাতৃভাষা স্কুলের কার্যক্রমের সমাপনী উপলক্ষে অবহিতকরন সভা
কাউখালীতে মাতৃভাষা স্কুলের কার্যক্রমের সমাপনী উপলক্ষে অবহিতকরন সভা
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে শামুকছড়ি এলাকায় মাতৃভাষায় (মারমা) স্কুলের কার্যক্রমের সমাপনী উপলক্ষে এক অবহিতকরন সভা ২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় শামুকছড়ি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় ৷
অবহিতকরন সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি চিংসাউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
অবহিতকরন সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যনি চাকমা (কৃপা), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা, সেভ দ্যা চিলড্রেন রাঙামাটির প্রজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙামাটির প্রজেক্ট কো অর্ডিনেটর বিক্রম কিশোর খীসা, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, আশিকা এনজিও’র কাউখালী প্রকল্প অফিসার অংশিলা মারমা, ঘাগড়া ইউপি’র মহিলা মেম্বার উসাইন্দা মারমা, এফওঅংপ্রু মারমা ও সৌরভ চাকমা ৷
বক্তারা বলেন, দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক ২০১৪ সালে কাউখালী উপজেলায় মাতৃভাষার (মারমা) ৫টি স্কুল চালু করা হয়৷
এই প্রজেক্টের মেয়াদ ২বছর (২০১৪-২০১৬) এই দুই বছরে আমাদের মারমা সম্প্রদায়ের কোমলমতি শিশুরা মাতৃভাষায় অনেক দুর এগিয়েছে বলে আমরা মনে করি৷
শামুকছড়ি হলো প্রত্যন্ত এলাকা এখানে আশেপাশে কোন প্রাথমিক বিদ্যালয় নেই আশিকা এনজিও’র এই প্রাক-প্রাথমিক বিদ্যালয় হওয়াতে আমাদের ছেলে মেয়েরা আজ অনেক কিছু শিখতে পেরেছে জানতে পেরছে এ জন্য আমরা এই এলাকার সাধারন মানুষ আশিকা সহ দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের কাছে চির কৃতজ্ঞ ৷ তাই আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার জন্য সরকার ও এনজিও সহ দাতা সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করছি।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন