শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
কক্সবাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার মৃদুল দাশের স্ত্রী স্বপ্না দাশ (৪৫) ও মাইক্রোবাসের চালক মিন্টু বড়ূয়া (২২) । আহতরা হলেন- কার্তিক দাশ (১৫), মৃদুল দাশ (৪৮), নাছির উদ্দিন (৩৫), হানিফ (১৮), রিপন (১৭), আবুল কাশেম (২০) ও রিয়াজ উদ্দিন (২৬)। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লিংকরোড এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহণ ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত সবাই মাইক্রোবাসের যাত্রী। পরে আশংকাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মিন্টু বড়ূয়ার সেখানে মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, আহত আটজনের মধ্যে আশংকাজনক পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে মাইক্রো চালকের মৃত্যু হয়।
আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১১.২০ মিঃ





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩