সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » পাকশীতে ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পুণর্মিলনী
পাকশীতে ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পুণর্মিলনী
ঈশ্বরদী প্রতিনিধি :: (৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাঙলাদেশ সময় রাত ৮.৫০মি.) ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১৯ ডিসেম্বর সোমবার দিনব্যাপি পাকশী পেপারমিল রেস্ট হাউজ চত্বরে। ঈশ্বরদী মুক্ত দিবস উপলক্ষে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাহফুজুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে এ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচি শুরু করা হয়। প্রায় দু’ঘন্টাকালব্যাপি সভাপতি ও অতিথিবিহীন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাহফুজুল ইসলাম রন্জু,সাবেক এমপি মকবুল হোসেন সন্টু,আ.শ.ম.আব্দুর রহিম পাকন,রফিকুল ইসলাম,আমিনুর রহমান দাদু,মোস্তাফিজুর রহমান সেলিম,গোলাম মোস্তফা বাচ্চু,শামসুল আনোয়ার মুকুল,ফজলুর রহমান বুদু,আমিনুল হক আন্নিসহ ১০ জন ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা ।
বক্তারা মুক্তিযুদ্ধের অনেক অজানা ও লোমহর্ষক কাহিনী বর্ণনা এবং সরকারের প্রশংসা করে বলেন, ৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তারা আজ মুক্তিযোদ্ধা। সকল মুক্তিযোদ্ধাদের এ কলংক মোচন করতে হবে। ২/৪ হাজার টাকার জন্য জাল সার্টিফিকেট দিয়ে ভূঁয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সমস্যার সৃষ্টি করা হয়েছে। এসব অপকর্ম বন্ধ করতে হবে। ভূঁয়া মুক্তিযোদ্ধারা লাইন ধরে ব্যাংক থেকে ভাতার টাকা উত্তোলন করছে লজ্জা লাগেনা বলে প্রশ্ন করে বক্তারা আরো বলেন,অরও সাড়ে ৭”শ মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করার জন্য পাইপ লাইনে রাখা আছে। এ লজ্জা কার প্রশ্ন ছুরে তারা বলেন, সরকার ভারত প্রশিক্ষন প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অপমান করে ভূঁয়াদের নাম নতুন করে তালিকা ভুক্ত করলে আমরা কোনভাবেই তা মানবনা।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা