মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার :: (৪ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) ১৭ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে তার অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মি. রবার্ট ডি ওয়াটকিন্স সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন ইউএনডিপি বিগত বছর গুলোতে তিন পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। পূর্বের বছরের উন্নয়নের ধারাবাহিকতায় ইউএনডিপি আর একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। আবাসিক প্রতিনিধি এ প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি প্রচুর কাজ করেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ইউএনডিপির অর্থায়নে প্রতিষ্ঠিত ৮২টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। এই বিদ্যালয়গুলি জাতীয়করণের ফলে দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা রাখবে। এছাড়া স্বাস্থ্য খাতে ইউএনডিপির বিনিয়োগের কারণে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য কর্মী সৃষ্টি হয়েছে যারা এলাকার স্বাস্থ্যসেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি আবাসিক প্রতিনিধিকে যতদিন পর্যন্ত ইউএনডিপি কর্তৃক সৃষ্ট গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের পদগুলি সরকারিকরণ না হবে ততদিন পর্যন্ত ঐ স্বাস্থ্যকর্মীদের জন্য ভাতা, নির্দিষ্ট এলাকার জন্য ঔষুধ সরবরাহ এবং মনিটরিং খাতে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানান।
সাক্ষাতকার অনুষ্ঠানে ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা, সিএইচটিডিএফ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার ঐশ্বর্য্য চাকমা এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন