শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চকরিয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
চকরিয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৮মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে মো. তৌহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের মাটিরটিলা পাড়ায় এ ঘটনা ঘটে। তৌহিদুল ইসলাম মাটিরটিলা পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ২০ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টার দিকে তৌহিদুল ইসলাম নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে।
এ সময় পা পিঁছলে সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সে মারা যায়।
গাছ থেকে পড়ে কিশোর তৌহিদুল ইসলামের মৃত্যুর সত্যতা বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতলব নিশ্চিত করেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন