বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেতাগীতে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
বেতাগীতে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
বরগুনা প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান, ২৬ জানুয়ারি বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে জমকালো বিদায়ী অশ্রুসিক্তে অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো: আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের ৬ নং আসনের সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোকামিয়া ইউনিয়ানের চেয়ারম্যান মাহবুুব আলম সুজন মল্লিক ও ইউনিয়ান আওয়ামীলিগের সভাপতি জালাল গাজী, মারুফ রেজা, ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান, জসীমসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ মাহমুদ হোসেন লিটু বলেন, আজ আমি খুব আনন্দিত এবং গর্বিত। যেই শিক্ষা প্রতিষ্ঠান হতে আমার বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম ডা. আবুল হোসেন শিকদার এই মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএএসসি পাস করেছিলেন এবং মৃত্যুকালে তিনি এই মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবস্থায় দায়িত্বরত ছিলেন আজ সেই প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবার সৌভাগ্য আমার হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন শিক্ষনীয় বিষয়ে ছাত্রছাত্রীদের পরামর্শের পাশাপাশি সুশিক্ষা গ্রহণ ও মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি খেলাধুলার প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রেরণা যোগানোর প্রতি শিক্ষক ও অভিবাবকদের এগিয়ে আসার অাহব্বান জানান। এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল সকলের সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রীরা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এ স্কুল থেকে ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষায় ১০০ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহন করবে।
উল্লেখ্য আগামী ২ রা ফেব্রুয়ারী থেকে সারা দেশ ব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ