বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » অনশনসহ আত্মাহননের হুমকি দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনশনসহ আত্মাহননের হুমকি দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ষ্টাফ রিপোর্টার :: আগামী এক সপ্তাহের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু করা না হলে আমরণ অনশনসহ আত্মাহননের হুমকি দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
বৃষ্পতিবার রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে মেধাবী ছাত্ররা রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের শিক্ষা জীবনের একটি বছর হারিয়ে ফেলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম চালু না হওয়ায় ইতিমধ্যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগের ৭৩ শিক্ষার্থীর শিক্ষাজীবন। শিক্ষার্থীদের এই করুন পরিণতি থেকে রেহাই পেতে সচেতন নাগরিক সমাজ ও জাতীয় মানবাধিকার কমিশনকে এগিয়ে আসার আহবান জানিয়েছে শিক্ষার্থীরা।
আগামী এক সপ্তাহের মধ্যে গণস্বাক্ষর সংগ্রহ, প্রতীকি অনশন, অবস্থান ধর্মঘট, আমরণ অনশন কর্মসূচি দিয়ে আত্মাহননের পথও বেছে নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে ইমরান আলী, নাজমুল হাসান, হাবিবুর রহমান, জমিরুল ইসলাম, হুমায়ুন কবির, অপু দে প্রমুখ উপস্থিত ছিলেন।
আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৫৭ মিঃ





রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভিসি’র মতবিনিমিয় সভা
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার কঠিন চীবর দান পালন