বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৈ-সা-বি ও বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা
বৈ-সা-বি ও বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিষু-বিহু (বৈ-সা-বি) ও বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনের লক্ষ্যে ৭মার্চ মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সভায় সভাপতিত্ব করেন।
এ উৎসব লক্ষ্যে আগামী ৬ এপ্রিল ২০১৭ বিকাল ৪টায় রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট পর্যন্ত বর্ণাঢ্য র্যালী এবং র্যালী পরবর্তী আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের সম্পৃক্ত করে গত বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে অনুষ্ঠান করতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, সাধন মনি চাকমা, চানমুনি তংচঙ্গ্যা, থোয়াইচিং মারমা, সান্তনা চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, মনোয়ারা আক্তার জাহান, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনোতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বিষয়ক অবহিতকরণ সভা
রাঙামাটির অসহায় কিশোরের চিকিৎসায় সেনাবাহিনী
রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত