রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
রাঙামাটিতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :: সমবায় উদ্দ্যেক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ৷ দিবসটি পালন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় র্যালী ও আলো সভার আয়োজন করে ৷
সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হরে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয় ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা র্যালীর নেতৃত্ব দেন ৷
র্যালীতে রাঙামাটির ১৫৭টি সমবায় সমিতির সদস্যরা অংশ নেয় ৷ র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত হয় সমবায় দিবসের আলোচনা সভা ৷
সমবায় বিভাগের আহ্বায়ক রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদস্য সবির চাকমা, পার্বত্য মন্ত্রনালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য মওলানা মোঃ শাহজাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যাহ, জেলা সমবায় প্রাক্তন কর্মকর্তা মঙ্গঁল কুমার চাকমা উপস্থিত ছিলেন ৷ স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদও সমবায়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ড অব্যহুত রেখেছে ৷ তিনি আগামীতে পার্বত্য জেলা পরিষদ সমবায়ের কর্মকান্ডকে সহায়তা দিয়ে যাবে বলে উল্লেখ করেন ৷ চেয়ারম্যান বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ে তোলার লৰ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছে ৷ ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে তাঁর সরকার কাজ করে চলেছে ৷
অনুষ্ঠানে রাঙামাটির ১২টি সফল সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় ৷





কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
রাঙ্গামাটিতে শিক্ষক, কেয়ারটেকারদের মাসিক সভা
ধর্মরত্ন বৌদ্ধ বিহারে কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু স্থাপন ও কঠিন চীবর দান পালন
রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভিসি’র মতবিনিমিয় সভা
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা