রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » গোয়ালঘরে শেয়ালে কামড়ানো সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
গোয়ালঘরে শেয়ালে কামড়ানো সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহ অফিস :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মি.) ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গোয়ালঘরে শেয়ালে কামড়ানো বৃদ্ধা মা মরিয়ম নেছার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।
ময়মনসিংহ জেলা প্রশাসক কৃষিবিদ মো. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে গতকাল শনিবার হাসপাতালে বৃদ্ধা মায়ের খোঁজ-খবর নিয়েছেন।
জানা যায়, ময়মনসিংহে ফুলবাড়ীয়ার উপজেলা পুরিজানা ইউনিয়নের পাটলি গ্রামের মারফত আলী বাড়ির কাছে আহত মরিয়মের ঠিকানা। বয়সের ভারে নুত হয়ে পড়লেও বয়স্ক ভাতা, রিলিফ, বিধবা ভাতা, সমাজ সেবা অফিস কর্তৃক কোনো ধরনের সুযোগ-সুবিধা পাননি এই বৃদ্ধা। সম্পতি ছেলেদের অবহেলার শিকার হয়ে গোয়ালঘরে শিয়ালের কামড়ে আহত হয়েও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিএইচটি মিডিয়াসহ সংবাদমাধ্যম প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজর আসে।
খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮নং কেবিনে মেডিসিন ইউনিট-৩ ডাক্তার আকাশের তত্ত্বাবধানে নার্স সেফালী রায় বৃদ্ধা মাকে সেবা ও পরিচর্যা করছেন। এখানে এখন প্রতিদিন তাকে দেখার জন্য হাসপাতালে মানুষের ভিড় জমে।
জানা গেছে, বৃদ্ধা মা মরিয়মের রয়েছে চার ছেলে ও দুই মেয়ে। ছেলেরা জমি মাপা, কৃষি ও শ্রমিক পেশায় নিয়োজিত। এরই মধ্যে মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার বড় ছেলেকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।





গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
ঈশ্বরগঞ্জে লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর বাকবিতণ্ডা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ