সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » আপীল বিভাগের রায় সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
আপীল বিভাগের রায় সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রেস বিজ্ঞপ্তি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ১১.২০মি.) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগে বহাল থাকা দেশবাসীর গণতান্ত্রিক প্রত্যাশারই প্রতিফলন এই রায় বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ৩ জুলাই সোমবার এক বিবৃতিতে সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট প্রদত্ত রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন আপিল বিভাগের এই রায় বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সরকারি আপিল খারিজের মধ্য দিয়ে দেশবাসীর গণতান্ত্রিক প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের আপিল খারিজ করে দেয়া এই রায় থেকে সরকার প্রয়োজনে শিক্ষা গ্রহণ করবে এবং উচ্চ আদালতের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সৃষ্টি এবং উচ্চ আদালতকে চাপে রাখার যাবতীয় অপকৌশল থেকে সরকার সরে আসবে।
তিনি বলেন, জনগণ প্রত্যাশা করে উচ্চ আদালত তাদের প্রদত্ত এই রায়ের প্রতি অবিচল থেকে আগামীতে তাদের সংবিধান স্বীকৃত স্বাধীন ভূমিকা জোরদার করবে।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর