রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বাগেরহাটে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বাগেরহাট অফিস :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৮মি.) বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ। ৬ আগষ্ট রবিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাগেরহাট জেলা ছাত্রলীগ। মানববন্ধনে বাগেরহাট জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন সকল কলেজের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সহ সভাপতি ইমরুল কায়েস, উল্কা, দপ্তর সম্পাদক মো. ফয়সাল, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল হাসান সাদ্দাম, সেখ তাসবীর ও অপু প্রমুখ।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে স্বারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে পররাষ্ট্রমন্ত্রীর উদেশ্যে উল্লেখ করা হয়, দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসির রায় হয়ে যাওয়ার ৭ বছর পরও তাদরে দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই ছাত্রলীগ প্রতিনিধি হতাশ ও চিন্তিত। তাই আমাদের বিশ্বাস জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়।
মৃত্যুদন্ড পাওয়া পলাতক ৭ আসামির মধ্যে অবসরপ্রাপ্ত লে. কর্নেল আজিজ পাশা জিম্বাবুয়েতে অবস্থান করার সময় মারা গেছে। বাকি ৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানে, লে. কর্নেল নূর চৌধুরী ও লে. কর্নেল শরিফুল হক ডালিম কানাডায় ও রিসালদার মোসলেউদ্দিন থাইল্যান্ডে লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী আফ্রিকায় এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ কেনিয়ায় অবস্থান করছেন।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন