রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা ..লায়ন মোঃ গনি মিয়া বাবুল
মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা ..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া  বাবুল বলেছেন, মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা, কবি-সাহিত্যিকগণ  সর্বদা মানুষের জন্য কাজ করেন ৷ আধুনিক সমাজ উন্নয়নে লেখকরা সহায়ক ভূমিকা  পালন করছে ৷ ২১ নভেম্বর কবি মুহাম্মদ মাসুম বিলস্নাহ্’র ৪৪তম জন্মদিন  উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ” আধুনিক সমাজ উন্নয়নে একজন  লেখকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন ৷ তিনি আরো বলেন বাসযোগ্য নিরাপদ সমাজ গঠনে দেশীয় সংস্কৃতির বিকাশ  প্রয়োজন ৷ তিনি বলেন, আধুনিক উন্নত সমাজ গড়ে তুলতে নান্দনিক সৃজনশীল সাহিত্য  চর্চা বাড়াতে হবে ৷
অনুশীলন সাহিত্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আলী মু.  লিয়াকত৷ আলোচনায় আরো বক্তব্য রাখেন কবি আল মুজাহিদী, কবি কাজী রোজী এম.পি,  কবি আসলাম সানী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, কবি ক্যামেলিয়া আহম্মেদ প্রমুখ ৷  অনুষ্ঠানে অতিথিগণ সকলকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ৷ পরিশেষে, এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ৷  

      
      
      



    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন    
    বাজুস এর নতুন সহ-সভাপতি  হলেন  ইকবাল হোসেন চৌধুরী    
    তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক    
    দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন    
    ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ    
    ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা    
    চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু    
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়    
    গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত