শুক্রবার ● ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচর রত্নাকুর বন বিহারে কঠিন চীবর দানোৎসব
নানিয়ারচর রত্নাকুর বন বিহারে কঠিন চীবর দানোৎসব
নানিয়ারচর প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.) পূর্ণার্থীদের শ্রদ্ধা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে উদযাপিত হলো রাঙামাটির নানিয়ারচর উপজেলার রত্নাকুর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব।
আজ ৬ অক্টোবর শুক্রবার ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু হয়। ভোর থেকেই বিহারে একেএকে জড়ো হতে থাকে হাজারো পূণ্যার্থীরা। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় পুষ্পপূজা, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, ভিক্ষুসংঘকে পিন্ডদান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, পূণ্যার্থীদের চীবর দান উৎসর্গ। বিকেলে সমবেত পুন্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন বৌদ্ধধর্মীয় ভিক্ষুরা।
রত্নাকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিসয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ।
এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা’সহ সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





রাঙ্গামাটিতে শিক্ষক, কেয়ারটেকারদের মাসিক সভা
ধর্মরত্ন বৌদ্ধ বিহারে কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু স্থাপন ও কঠিন চীবর দান পালন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভিসি’র মতবিনিমিয় সভা
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১