রবিবার ● ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার
লামায় মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৭মি.) বান্দরবানের লামায় নিখোঁজের ১দিন পর এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকার পূর্ণচন্দ্র চেয়ারম্যান পাড়ার দক্ষিণে জনৈক রহিম কোম্পানীর বাগানে লাশের সন্ধান পায় স্থানীয়রা। নিহত সাজ্জাদ হোসেন (১৫) লামা উপজেলার সরই ইউনিয়নের আব্দুল সালাম মেম্বার পাড়ার আলী আহম্মেদের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।
জানা গেছে, শুক্রবার ১০ নভেম্বর বিকেলে সরই হতে টংগাবতী ভাড়া নিয়ে যাওয়া পরে নিখোঁজ হয় সাজ্জাদ। প্রত্যেক্ষদর্শীরা জানায়, সাজ্জাদ তার মোটর সাইকেলে ভাড়ায় ২জন উপজাতি লোক নিয়ে টংকাবতী যায়। সেই থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ১দিন পরে লামা সুয়ালক সড়কের টংকাবতী এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সরই ইউপি চেয়ারম্যান ফরিদ উল-আলম লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মমিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন স্থানটি বান্দরবান উপজেলায় হওয়ায় আমরা সদর থানার পুলিশকে অবহিত করেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সিএইচটি মমিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, কালকে থেকে নিখোঁজ সাজ্জাদকে খুজঁছে লামা থানার পুলিশ। অবশেষে আজ তার লাশের সন্ধান পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।





কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব