সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় বাঙালি হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
লামায় বাঙালি হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.৩১মি.) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে দুইজন উপজাতি যাত্রী সরই হতে টংগবতী ভাড়া নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় সাজ্জাদ।
শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় লামা সুয়ালক সড়কের টংগবতী এলাকার পূর্ণ চেয়ারম্যান পাড়ার দক্ষিণে একটি বাগানে মৃত লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তিক ধারাবাহিক এবং পরিকল্পিত বাঙালি হত্যার অংশ হিসেবে, ভাড়ায় মোটরসাইকেল চালক শান্ত,রবিউল,নয়ন হত্যা পরবর্তী এবার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে সাজ্জাদ হোসেন (১৫) নামে এক মোটর সাইকেল চালককে হত্যা করেছে উপজাতীয় সন্ত্রাসীরা।
পূর্বে পার্বত্য অঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তিক এসব নিরীহ বাঙালি হত্যার কোনটির দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায়, পার্বত্য অঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তিক বাঙালি হত্যা দিন দিন বেড়েই চলছে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ লামায় সাজ্জাদ হোসেন হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং সেই সাথে হত্যার সাথে জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সাজ্জাদ হোসেন হত্যার প্রতিবাদে কঠিন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়