শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মাইক্রোবাস ৬শ ফুট খাদে : সেনা কর্মকর্তাসহ পরিবারের ৬জন আহত
বান্দরবানে মাইক্রোবাস ৬শ ফুট খাদে : সেনা কর্মকর্তাসহ পরিবারের ৬জন আহত
বান্দরবান প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.০৮মি.) বান্দরবান-থানচি জীবননগর আকাবাঁকা ঝুকিপূর্ণ পাহাড়ি সড়কটিতে একটি মাইক্রোবাস খাদে পড়ে সেনা কর্মকর্তাসহ ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। ওই সেনা কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলেন।
বান্দরবান সেনা জোনের জি টু আই, মেজর মো. মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ওবায়দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে ওই সেনা কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে বেড়াতে আসেন। বান্দরবান থানচি ইএনও অফিসের ষ্টাফ পলাশ পাল বান্দরবান প্রতিনিধিকে ফোনে বলেন, ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ওবায়দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা মাইক্রোবাসে করে থানচি যাচ্ছিলেন, এ সময় ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায় এতে চালকসহ ছয় জন আহত হয়েছে।





রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন