বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে
রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে

ষ্টাফ রিপোর্টার :: ১ডিসেম্বর মঙ্গলবার ও ২ডিসেম্বর বুধবার রাঙামাটি জেলা সার্ভার ষ্টেশন ও জেলা নির্বাচন কার্যালয়ে অবস্থিত রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাউন্সিলর সংরক্ষিত আসন ১,২ও ৩ রুপসী দাশ গুপ্ত, ৪,৫ ও ৬ আয়েশা বেগম ৭,৮ ও ৯ জোবাইতুর নাহার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দীন,৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে টিভি সেন্টার এলাকার মোঃ নুর হোসেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বনরুপা এলাকার আখতারুজ্জামান,কাঠাঁলতলী এলাকার নাছির উদ্দীন ৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বর্তমান মেয়র সাইফুল ইসলাম চেীধুরীর পক্ষে দলীয় প্রতিনিধি জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুল ইসলাম মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৷
এছাড়া মেয়র পদে এ নির্বাচনের সবচেয়ে সম্ভাবনাময়ী, জনপ্রিয় ও উদীয়মান স্বতন্ত্র প্রার্থী হিসাবে রবিউল আলম রবি,যুব লীগ নেতা মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগ নেতা শিবু প্রসাদ মিশ্র৷
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসার এস.এম. শাহাদাত হোসেন প্রত্যক কাউন্সিলর সংরক্ষিত, সাধারন কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীদের হাতে মনোনয়নপত্র ও প্রার্থীদের চাহিদা মোতাবেক নির্বাচনী এলাকার ভোটার তালিকার সিডি তুলে দেন ৷
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই পর্যন্ত সাধারন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ২নং ওয়র্ডের কাউন্সিলর প্রার্থী এস.এম হামিদ,৬ নং ওয়ার্ডের লক্ষীমনি চাকমা ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমল কুমার দে রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ এর রির্টানিং অফিসার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান এর নিকট ফরম পুরণপূর্ব্বক মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ ২ ডিসেম্বর বুধবার বিকাল ৫টা পর্যন্ত রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিস থেকে কাউন্সিলর সংরক্ষিত আসনে৭জন,সাধারন কাউন্সিলর পদে ৫৬জন ও মেয়র পদে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য,কাউন্সিলর সংরক্ষিত আসন, সাধারন কাউন্সিলর পদে ও মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত ৷আপলোড:২ ডিসেম্বর ২০১৫ : সময় : সন্ধ্যা ৭.৩০ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা