বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » ৮ মন্ত্রি ও প্রতিমন্ত্রির দপ্তর বণ্টন : মন্ত্রিসভায় রদবদল
৮ মন্ত্রি ও প্রতিমন্ত্রির দপ্তর বণ্টন : মন্ত্রিসভায় রদবদল
ঢাকা প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) ৫০ সদস্যের মন্ত্রিসভায় গতকাল ২ জানুয়ারি বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়। নতুন ৩জন মন্ত্রি এবং ১জন প্রতিমন্ত্রি থেকে পূর্ণ মন্ত্রি হিসেবে অন্তর্ভুক্ত হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নেয়া মন্ত্রিগণ হচ্ছেন : বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস (বিএএসআইএস) এর সভাপতি মুস্তফা জব্বার, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রি নারায়ণ চন্দ্র চন্দ।
রাজবাড়ী থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথ নিয়েছেন প্রতিমন্ত্রি হিসেবে।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
আজ বুধবার নতুন মন্ত্রিদের মাঝে দপ্তর বন্টন ৪ মন্ত্রি,প্রতিমন্ত্রির শপথ নেয়ার পর ৮ মন্ত্রি ও প্রতিমন্ত্রির দপ্তর বণ্টন করা হয়েছে। নতুন শপথ নেয়া শাহজাহান কামাল পেয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ডাক টেলি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তাফা জব্বার, কাজী কেরামত আলী পেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রির দায়িত্ব। নারায়ণচন্দ্র চন্দকে দেয়া হয়েছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশ ও বন মন্ত্রি আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রি আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রি রাশেদ খান মেননকে দেয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পালন করা নূরুজ্জামান আহমেদ এখন থেকে প্রতিমন্ত্রি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রি তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রি করা হয়েছে। আজ মন্ত্রি সভার বৈঠক শেষে দপ্তর বণ্টনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর