রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫২মি.) : ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩ লক্ষ ৯২ হাজার ভোটারের স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে শহরের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মু: সাদেক কূরাইশীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা, সদর উপজেলা নির্বাচন অফিসার সামসুল আজম, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিটু দত্ত, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সূচরিতা দেব ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কার্ড বিতরণের পূর্বে প্রজেক্টরের মাধ্যমে নতুন এ স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভোটারদের নতুন করে দুটি তথ্য কমিশনকে দিতে হবে। এতে সব ভোটারদের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে যেটা কার্ডের তথ্য ভান্ডারে সংরক্ষিত হবে। নতুন এই দুটি তথ্য ছাড়াও ভোটার হওয়ার সময় দেওয়া আরো বেশকিছু তথ্যও সংরক্ষিত থাকবে। এগুলো হলো ব্যক্তির নাম, পিতার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পেশা, বয়স, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন সনদ, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন এবং ধর্ম এসব বিষয় সংরক্ষিত থাকবে তা দেখানো হয়।





সরকারের মেগাপ্রজেক্টগুলো মেগা দুর্নীতির জন্য করা হয়েছে : মির্জা ফখরুল
দলীয় প্রতীকে নয়,স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে : মির্জা ফখরুল
সরকার নামে লকডাউন দিয়েছে আড়ালে তারা ক্রাকডাউন : মির্জা ফখরুল
প্রকাশ্যে রাস্তায় নার্সকে কুপিয়ে হত্যা
ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৪ নেতা-কর্মী গ্রেফতার
ঠাকুরগাঁও হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গণশুনানী
ঠাকুরগাঁওয়ে ড্রিমল্যান্ড স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী
বিশেষ ক্ষমতা আইনে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ৯জন গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১ স্কুলছাত্র নিহত