বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণ : প্রবাসী আটক
বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণ : প্রবাসী আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) সিলেটের বিশ্বনাথে ১৫বছর বয়সী কিশোরিকে ধর্ষণের অভিযোগে আফছর আলী (৩০) নামের এক দুবাই প্রবাসীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মসকন্দর আলীর পুত্র। আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।
পাষবিকতার শিকার হওয়া কাদিপুর গ্রামের ওই কিশোরীর হতদরিদ্র পিতা জানান, তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। গত শনিবার (পহেলা বৈশাখ) দুপুরে বাড়িতে দাদীর কাছে মেয়েকে (নির্যাতিতা কিশোরী) রেখে কিশোরীর মা তার সঙ্গে (কিশোরীর পিতা) সঙ্গে দেখা করতে ধনপুর গ্রামে যান। ঐ দিন বিকেল ৪টায় কিশোরীর দাদী হাওর থেকে গরু নিয়ে আসতে বাড়ির বাহিরে গেলে এই সুযোগকে কাজে লাগিয়ে কিশোরীর বসত ঘরে প্রবেশ করে পার্শ্ববর্তি বাড়ির বাসিন্দা দুবাই প্রবাসী আফছর আলী জোরপূর্বকভাবে তাকে ধর্ষণ করে। এসময় প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে আফছর আলী পালিয়ে যায়। ঘটনার পর থেকে নির্যাতিতা কিশোরীর পিতাকে ভয়ভিতি দেখিয়ে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে এক পর্যায়ে গতকাল মঙ্গলবার (১৭এপ্রিল) রাতে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। তাৎক্ষণিকভাবে রাত সাড়ে ১১টায় থানার এসআই রাকিবুল হাসান ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত আফছর আলীকে আটক করেন এবং ভিকটিমকে থানায় নিয়ে আসেন।





গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা