বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » বীর মুক্তিযোদ্ধা নির্মল ঘোষের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় সৎকাজ
বীর মুক্তিযোদ্ধা নির্মল ঘোষের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় সৎকাজ
পত্নীতলা প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪০মি.) নওগাঁর পত্নীতলা উপজেলার আওয়ামীলীগ বর্ষীয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার ঘোষ (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করে সৎকাজ সমপন্ন হয়েছে।
গতকাল সকাল ৮ টায় তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার বিকাল ৩ টায় প্রথমে পত্নীতলা সদর নজিপুর বাসষ্ট্যান্ড পার্টি অফিসে দলীয় শ্রদ্ধান্জলি নিবেদন করে এরপর বিকাল ৪ টায় নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (সাবেক পাবলিক মাঠ) বাংলাদেশ পুলিশ বাহিনী আনুষ্ঠানিক ভাবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়। পরে তাকে নজিপুর পলিপাড়া কেন্দ্রীয় শ্মশানে দাহ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন,সহকারী কমিশনার( ভূমি) আঃ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসাহাক হোসেন , পৌর আআওয়ামীলীগ সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল, আহাদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার হাজার হাজার জনসাধারণ।
শেষ জীবনে তিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে নিযুক্ত ছিলেন। নির্মলের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটায় পত্নীতলাবাসী একজন অবিভাবককে হারলেন।
বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার ঘোষ এর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সকাল হতে মরহুমের বাসায় ধর্ম বর্ন নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে।





দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে