বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
বিশ্বনাথে দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ২৩ সেপ্টেম্বর :সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে৷ ঈদুল আযহার ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাঁজাতে হবে ৷ তিনি বলেন, খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে সহ বিশ্বনাথের অন্যান্য সামজিক সংগঠন এলাকার উন্নয়ন ও হতদরিদ্র মানুষের কণ্যাণে কাজ করে যাচ্ছে৷ মানব কল্যাণে প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি ৷
তিনি গতকাল বুধবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে ‘খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ও বিশ্বনাথের প্রথম অনলাইন পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র ব্যবস্থাপনায় অসহায় দরিদ্র লোকের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
এমদাদুর রহমান মিলাদের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, প্রবীন মুরবি্ব আলহাজ্ব আব্দুল হান্নান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রকিব ৷
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম-আহবায়ক আবুল খয়ের মেম্বার, মনোহর আলী, সুমন আহমদ সুনন, ইউপি সদস্য আব্দুল হাসিব, এনামুল হক, ফজলুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সংগঠক ফারম্নক আহমদ, মোস্তাক আহমদ মোসত্মফা, খালেদ আহমদ, তাজ উদ্দিন, জাপা নেতা নজমুল ইসলাম চৌধুরী, প্রদীপ চন্দ্র দে, রইছুল ইসলাম, নোমান আহমদ, আমির উদ্দিন, বাবুল মিয়া, উপজেলা তরুন পার্টির আহবায়ক সুহেল মিয়া প্রমুখ ৷ আপলোড : ২৩ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২৬ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা