বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় স্কুল ভবনে ফাঁটল : খোলা মাঠে পাঠদান
গাইবান্ধায় স্কুল ভবনে ফাঁটল : খোলা মাঠে পাঠদান
গাইবান্ধা প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩২ মি.) গাইবান্ধা সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে ফাঁটল ধরায় ধ্বসে পরার আশংকায় ও শ্রেণি কক্ষের সংকটের কারণে বিদ্যালয়ের মাঠে চলছে বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান। রোদ, বৃষ্টি ও তীব্র গরমে ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিগ্ন ঘটছে। একাধিকবার উপজেলা শিক্ষা অফিস ও ইঞ্জিনিয়ার অফিসে আবেদন করলেও প্রশাসনের সুদৃষ্টি মেলেনি এখন পর্যন্ত।
সরোজমিনে গিয়ে দেখা যায়, কচুয়া উপজেলার অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনটি মাত্র শ্রেণি কক্ষ, তাও আবার ৫/৭ বছর ধরে শ্রেণি কক্ষের ছাদে ফাঁটল ধরে কিছু কিছু অংশের প্লাষ্টার ধ্বসে পড়েছে, এতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। যার কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। তিনি আরও বলেন লেখাপড়া মান ভালো হওয়ার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা দ্বিগুন বেড়ে গেলেও সেই মোতাবেক শ্রেণি কক্ষ বাড়েনি, তার মধ্যে আবার ভবনের ছাদে ফাঁটল। মাত্র তিনটি শ্রেণি কক্ষ থাকায় ক্লাস ও পরীক্ষা নিতে হয় বিদ্যালয়ের মাঠে। এতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা আতংকের মধ্যে রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রী ভর্তি করাতে অনিহা প্রকাশ করছেন অভিভাবকরা। উক্ত সমস্যা সমাধানের জন্য অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ