সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পুলিশ হেফাজতে মেধাবী ছাত্র রিপন হত্যা : পুলিশের শাস্তির দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় পুলিশ হেফাজতে মেধাবী ছাত্র রিপন হত্যা : পুলিশের শাস্তির দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) অবিলম্বে পুলিশ হেফাজতে মেধাবী ছাত্র রিপন হত্যার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর বাজার প্রদক্ষিণ করে।
বিক্ষুদ্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এলাকার নারী পুরুষরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা কাওছার আজম হান্নু, স্থানীয় কমিউনিস্ট পার্টি নেতা বেলাল সরকার, সাবেক ইউপি সদস্য লতিফুল ইসলাম, মাসুদ রানা, জিয়াউর রহমান, যুবনেতা আশরাফুল ইসলাম, শিক্ষক হায়দার আলীম মোখলেছুর রহমান, অন্তর মিয়া, আব্দুস সাত্তার, মিলন মিয়া, তারাজুল ইসলাম তারা প্রমূখ।
এসময় রিপনের পিতা বাবুল চন্দ্র দাস বলেন, আমার সন্তান রিপনকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করে মামলা করেছি। কিন্তু আমি গত দু’বছর ধরে মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। উল্টো আসামিরা মামলা তুলে নেয়ার জন্য আমাকে নানা হুমকি দিয়ে আসছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ