শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্বার
থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্বার
বান্দরবান প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি) গত ১৭ অক্টোবর বান্দরবানের থানচিতে ঙাফাখুঁম যাওয়ার পথে রেমাক্রী খালে ডুবে পর্যটক নিখোঁজ হওয়া পর্যটক আরিফুল হাসানের লাশ উদ্বার করা হয়েছে।
গত বুধবার সকালে রেমাক্রী বাজার থেকে ৬ পর্যটক ঙাফাঁখুম পর্যটন স্থানে ভ্রমনের লক্ষ্যে রেমাক্রী খালের উপর দিয়ে পাঁয়ে হেঁটে যাচ্ছিল এসময় সাইগংওয়া ইয়ান নামকস্থানে রেমাক্রী খাল পারাপার করার সময় পা পিছলে পর্যটক আরিফুল হাসান খালে ডুবে নিখোজ হন এর দুইদিন পর উদ্বার হয় আরিফুল হাসানের লাশ। তার পিতা হেদায়েত উল্ল্যা আরফুলকে নিতে আসা মামা মোহাম্মদ কামাল বলেন তার পিতা অবসর প্রাপ্ত নেভি অফিসার এবং সে চুয়েটের আর্কিটেক ইন্জিনিয়ার, তার বাড়ি চাদপুর এবং বসবাস করেন ঢাকা মিরপুর এলাকায় ।
থানচি থানা পর্যটক ফরম সুত্রে দেখা যায় গাইড লালপিয়াম বম গত মঙ্গলবার থানচি উপজেলা সদর থেকে ৬ পর্যটকে প্রশাসনের অনুমোদন নিয়ে রেমাক্রী বাজার পর্যন্ত নিয়ে আসেন, ঐ দিন সন্ধ্যা হলে রেমাক্রী বাজারে রাত্রী যাপন করছিলেন।
উদ্বার অভিযানে নেতৃত্ব দেওয়া থানচি থানার এস আই আকবর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আজ সাড়ে তিনটায় ডুবে যাওয়া স্থানের প্রায় ১০০ গজের মধ্যে পানিতে ডুবে যাওয়া আরিফুল হাসানের মৃতদেহ উদ্বার করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন