বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » বিরল রোগে আক্রান্ত শিশু আতিয়ার বাঁচতে চায়
বিরল রোগে আক্রান্ত শিশু আতিয়ার বাঁচতে চায়
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৯মি.) দিনাজপুরের পার্বতীপুরে আতিয়ার রহমান(৫) নামে এক এক শিশু হার্ট ছিদ্র জনতি জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলিা পাড়া এলাকার দিনমজুর আনারুল হকের ছেলে। জন্মগত ভাবেই সে এ রোগে আক্রান্ত। তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দিন দিন মৃত্যুর কোলে ঢলে পরছেন ৫বছর বয়সী আতিয়ার। জন্মের বছরখানেক পরই আতিয়ার রহমান হটাৎ অজানা রোগে আক্রান্ত হলে দিন দিন ক্রমশই তার শারীরিক গঠনের বিপর্যয়ের পাশাপশি অসুস্থ্য হয়ে পরে। তার পরিবার এর কারণ জানার জন্য স্থানীয় চিকিৎকের দারস্ত হলে বিভিন্ন ধরনের নিরীক্ষার পর জানা যায় তার এ বিরল রোগ হার্ট ছিদ্রের কথা। পরে চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র এবং সকল পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট কার্ডিও ভাস্কুলার ও থোরাসিক সার্জন, এমবিবিএস (ঢাকা), ডিটিসিডি (ঢাঃবিঃ) স্বর্নপদকপ্রাপ্ত ডাঃ এস এ এম আব্দুস সবুরকে ঢাকায় দেখালে অপারেশনের জন্য ৫লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানান তিনি। যা অস্বচ্ছল এই দিনমজুর বাবর পক্ষে এ বিপুল অর্থের ব্যায়ভার বহণ করা সম্ভব নয়। ইতোমধ্যে তার পেছনে চিকিৎসা বাবদ প্রায় লক্ষাধিক টাকা খরচ করায় বর্তমানে চিকিৎসার খরচ যোগাতে সহায় সম্বলহীন হয়ে পড়েছে পরিবারটি। ব্যয় বহুল চিকিৎসার খরচ যোগান দেওয়া হতদরিদ্র আতিয়ারের বাবা আনারুল হকের পক্ষে সম্ভব না হওয়ায় চিকিৎসা না করিয়ে জটিল রোগ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাকে। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় এখন সে বাড়িতে শয্যাশয়ী। এদিকে তার দ্রুত অপরেশন করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ছোট শিশু আতিয়ার রহমানকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানসহ দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। তাদের আশা সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের সন্তান এমনটাই আশা আতিয়ারের মা-বাবার। তাকে সাহায্যের জন্য যোগাযোগ করুন আনারুল হকের সাথে ০১৭৪৫২৯৫০৩৫ (বিকাশ) এই নাম্বারে। জনতা ব্যাংক, পার্বতীপুর শাখার সঞ্চয়ী হিসেব নং- A/C: 0100150881441





পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন