রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » জাতীয় পর্যায়ে দেশসেরা করদাতা আতাউল করিম
জাতীয় পর্যায়ে দেশসেরা করদাতা আতাউল করিম
সিলেট প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে পরপর দুইবার দেশসেরা করদাতার গৌরব অর্জনের পর এবার নিজ অঞ্চল সিলেটেও বিভাগীয় পর্যায়ে সেরা করদাতার সম্মাননা পেলেন তরুণ শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম।
সোমবার সিলেটে এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের চার জেলার বেশ কয়েকজনকে এই সম্মাননা জানানো হয়। তার মধ্যে একমাত্র আতাউল করিমকে পুরো বিভাগের মধ্যে ২০১৭-১৮ সালের সেরা করদাতার সম্মানে ভূষিত করা হয়।
এর আগে আতাউল করিম ২০১৬ ও ২০১৭ সালে জাতীয় পর্যায়েও দেশসেরা করদাতার সম্মান অর্জন করেছিলেন। নগরীর লালদিঘীর পাড়ের ব্যবসায়ী আবু বকর মার্চেন্টের একমাত্র পুত্র এ কে এম আতাউল করিম দেশের শীর্ষস্থানীয় এবিএম ওয়াটার কোম্পানীর কর্ণদার।
একইসাথে তিনি পরিবেশ প্রকৌশল ব্যবসা, রেইন হারভেস্ট প্রজেক্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কন্টেইনার হেন্ডেলিং ব্যবসা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত করছেন।
তার এবিএম ওয়াটার কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন, পায়রা গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্রগ্রামের মিরশরাই ও চট্টগ্রাম নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাটিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের অনেক জনগুরুত্বপূর্ণ জনপদে এই প্ল্যান্ট স্থাপন করে তিনি প্রশংসিত হয়েছেন। পেয়েছেন রাষ্ট্রের অনেক পুরস্কার।
একইভাবে তিনি দেশের সরকারি পর্যায়ে যে কয়টি সফল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হয়েছে অধিকাংশ প্ল্যান্টই এবিএম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের হাত ধরেই হয়েছে।
এ কে এম আতাউল করিম বলেন, রাষ্ট্র আমাকে সম্মানিত করে আমার কাজের প্রতি, সমাজের প্রতি আমার দায়বব্ধতা আরো বাড়িয়ে দিয়েছে। যতদিন বাঁচবো দেশের কল্যাণে কাজ করে যাবো।
তিনি বলেন সময় মতো সঠিকভাবে কর পরিশোধ করলে দেশে অনেকাংশে এগিয়ে যাবে। তিনি সকলের দোয়া প্রত্যাশী।





টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন