মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভূয়শী প্রশংসা করেন টিউলিপ
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভূয়শী প্রশংসা করেন টিউলিপ

ডেক্স :: সফররত বৃটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার স্বামী ক্রিস পার্সিকে নিয়ে জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেছেন। আজ সোমবার দুপুরে সংসদ ভবন পরির্দশনকালে তিনি জাতীয় সংসদ ভবনের পাশাপাশি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভূয়শী প্রশংসা করেন।
এর আগে সফররত বৃটিশ এমপি সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সফররত প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। এ সময় তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। উভয়েই ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী বৃটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানান। তিনি বৃটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা