বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হরিনায় আবারও এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করেছে ১২ বিজিবি
হরিনায় আবারও এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করেছে ১২ বিজিবি
বরকল প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় অবস্থিত ছোটহরিণা জোন আজ বুধবার ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকার ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হরিনায় আবারও এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করেছে ১২ বিজিবি । টহলদল ছোটহরিণা বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পার্শ্বের চিকন গলির মধ্যে পরিত্যক্ত অবস্থায় প্লাষ্টিক ব্যাগের মধ্যে অবৈধভাবে রাখা ইয়াবা (মায়ানমার- জ-৭) ট্যাবলেট এক হাজার ছয়শত পিস আটক করতে সক্ষম হয়।
১২ বিজিবি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম সহ ১০ জন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
আটককৃত ইয়াবা ট্যাবলেট (মায়ানমার- জ-৭) এক হাজার ছয়শত পিসের মূল্য আট লক্ষ টাকা বলে ১২ বিজিবি’র সূত্রে জানা গেছে।
আটককৃত ইয়াবা ট্যাবলেট স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেয়া হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর-২০১৮ বিকাল সাড়ে পাঁচটার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ছোটহরিণা জোন এর নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি’র টহলদল ছোটহরিণা বাজারে বাবু মল্লিক এর দোকানের উত্তর পার্শ্বে গলির মধ্যে সন্দেহজনক দুইজন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে অবৈধভাবে রাখা মাদকদ্রব্য ইয়াবা (মায়ানমার-R-7) ট্যাবলেট-৫ হাজার পিস আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- ১৫ লক্ষ টাকা।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা