বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হরিনায় আবারও এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করেছে ১২ বিজিবি
হরিনায় আবারও এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করেছে ১২ বিজিবি
বরকল প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় অবস্থিত ছোটহরিণা জোন আজ বুধবার ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকার ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হরিনায় আবারও এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করেছে ১২ বিজিবি । টহলদল ছোটহরিণা বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পার্শ্বের চিকন গলির মধ্যে পরিত্যক্ত অবস্থায় প্লাষ্টিক ব্যাগের মধ্যে অবৈধভাবে রাখা ইয়াবা (মায়ানমার- জ-৭) ট্যাবলেট এক হাজার ছয়শত পিস আটক করতে সক্ষম হয়।
১২ বিজিবি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম সহ ১০ জন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
আটককৃত ইয়াবা ট্যাবলেট (মায়ানমার- জ-৭) এক হাজার ছয়শত পিসের মূল্য আট লক্ষ টাকা বলে ১২ বিজিবি’র সূত্রে জানা গেছে।
আটককৃত ইয়াবা ট্যাবলেট স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেয়া হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর-২০১৮ বিকাল সাড়ে পাঁচটার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ছোটহরিণা জোন এর নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি’র টহলদল ছোটহরিণা বাজারে বাবু মল্লিক এর দোকানের উত্তর পার্শ্বে গলির মধ্যে সন্দেহজনক দুইজন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে অবৈধভাবে রাখা মাদকদ্রব্য ইয়াবা (মায়ানমার-R-7) ট্যাবলেট-৫ হাজার পিস আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- ১৫ লক্ষ টাকা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন