মঙ্গলবার ● ২৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ধর্ম » বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বিদের বড়দিন উদৎযাপিত
বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বিদের বড়দিন উদৎযাপিত
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ি জেলা বান্দরবানে বড়দিন উপক্ষে কেক কেটে প্রার্থনা ও প্রভু যিশুর গুনকির্তনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে বান্দরবানের বিভিন্ন গির্জায় প্রার্থনার অয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের ফাতিমা রানী ক্যাথলিক গির্জা, ত্রিপুরা সম্প্রদায়ের কালাঘাটা গির্জা, প্রেস ব্যটেরিয়ান চার্চ ও লুসাই বাড়ি ব্যাপটিস্ট গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। ফাতিমা রানী গির্জায় প্রার্থনা করেন পালক পুরোহিত ফাদার ডমেনিক সরকার।
এদিকে বান্দরবানের বালাঘাটার হেব্রোন পাড়া, চিম্বুক সড়কের লাইমী পাড়া, ফারুক পাড়া, গেৎসিমানী পাড়া, শ্যরন পাড়া, ও রুমা উপজেলার ব্যথেলপাড়া, মুননোয়াম পাড়া, হ্যাপী হিল পাড়া, বাচতøাং পাড়া, মুনলাই পাড়াসহ আরো বিভিন্ন গুলোতেও বম খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে ব্যাবটিস্ট গির্জায় প্রার্থনা করেন রেভারেন্ড ক্যশৈ প্রু খোকা। সেখানে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী খ্রিষ্টান ধর্মাবলম্বিরা অংশ নেয়। এছাড়া বান্দরবান শহরের প্রেস ব্যটারিয়ান চার্চ, উজানী পাড়া টাইরানাস চার্চেও প্রার্থনায় অংশ নেয় বম, লুসাই এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়। বড়দিন উপলক্ষে বান্দরবানের খ্রিষ্টান পল্লীগুলো এখন উৎসবমুখোর পরিবেশ বিরাজ করছে। পাড়ায় পাড়ায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, প্রভু যিশুর গুণ কির্তন ও প্রার্থনা।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত