মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে যুবলীগ নেতা বাছির উদ্দিন হত্যা মামলায় আটক-১ : অপর মামলায় আটক-৫
কাউখালীতে যুবলীগ নেতা বাছির উদ্দিন হত্যা মামলায় আটক-১ : অপর মামলায় আটক-৫
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলায় গত ৩০ ডিসেম্বর-২০১৮ অনুষ্ঠিত জাতীয় সংসদ (রাঙামাটি-২৯৯ আসন) নির্বাচনের দিন বিএনপি’র কর্মীদের হামলায় নিহত যুবলীগ নেতা হত্যা মামলায় ১জন, একই দিনে মারামারির পৃথক মামলায় ৫জনকে আজ মঙলবার কাউখালী থানা পুলিশ আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শুরুর প্রাক্কলে সকাল সাড়ে ৭টার সময় উপজেলার রাঙীপাড়া গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. বাছির উদ্দিন (৩০) যুবলীগ ঘাগড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক কে ভোট কেন্দ্রে যাওয়ার পথে পুর্বে থেকে ওৎ পেথে থাকা উপজেলা বিএনপি’র ও অংগ সহযোগি সংঘঠনের নেতা কর্মীরা তাকে মাথায় আঘাত করেন এবং মারতে থাকেন। লোকজন খবর পেয়ে তাকে উদ্বার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং সংগে সংগে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তার মৃত্যু হয়। পরে পোষ্টমর্টেম শেষে রাত্রে কাউখালী বাড়িতে নিয়ে আসেন। পরদিন ৩১ ডিসেম্বর তার জানাজা সম্পন্ন হয়। ৩১ডিসেম্বর তার স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে ১৫জনকে বিবাদী করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কাউখালী থানার মামলা নং ৫, তারিখ : ৩১.ডিসেম্বর-২০১৮ মামলায় বিএনপি কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোতালেব (৪৫) (সাবেক) মেম্বার কে কাউখালী থানা পুলিশ আজ মঙলবার রাত্রে কাশখালী হতে আটক করেন।
অপরদিকে একই দিনে আওয়ামীলীগ বিএনপি’র কর্মীদের মধ্যে মারামারি সংঘঠিত হলে আওয়ামীগৈর ও তার অংগ সহযোগি সংগঠনের অন্তত ২৩ জন নেতাকর্মী আহত হন। পরে যুবলীগের কর্মী মো. আতিকুর রহমান বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। কাউখালী থানার মামলা নং ৬,তারিখ- ৩১.১২.২০১৮। মামলায় গতকাল রাত্রি (মঙলবার) কাউখালী থানা পুলিশ উপজেলার কাশখালী গ্রাম হতে ৫জনকে আটক করেন। আটকৃতরা হলেন :
মো. কামাল হোসেন (২৮), মো. শামিম মিয়া (২৯), .ফারুক মিয়া (২৫), ওমর ফারুক (২৭), রিদোয়ান (২৫) ও মো. জসিম (৩৪)। আটককৃতদের রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আজ মঙলবার প্রেরণ করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. মন্জুর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে নিশ্চিত করেন। ওসি আরো জানান, বর্তমানে কাউখালী উপজেলার সার্বিক আইন শৃংখলা মোটামুটি ভাল ।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন