মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন
বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ি জেলা বান্দরবানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছেন উত্তরায়ন-সংক্রান্তি। বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি ছিল অতন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের এই দিনটিকে পৌষ-সংক্রান্তিকে উত্তরায়ন সংক্রান্তি বলে থাকেন। ইংরেজী বছরের শুরুতে বাংলার পৌষ মাসের শেষ দিনকে সনাতন ধর্মাবলম্বীরা পুণ্যতিথি বিবেচনা করে প্রতিবছরই উত্তরায়ন-সংক্রান্তি উদযাপন করে থাকেন।
আজ মঙ্গলবার ১৫ জানুয়ারি সকালে উত্তরায়ন-সংক্রান্তি উপলক্ষে বান্দরবান গীতা আশ্রমের আয়োজনে বান্দরবান পৌর এলাকার ৬নং ওয়াডের নোয়াপাড়া মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে উত্তরায়ন-সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী চলছে উষাকীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, পার্থ সারথি পূজা, মঙ্গল আরতি, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণসহ সহ বিভিন্ন পূজা ও অনুষ্টান। দেব প্রভাতের সূচনালগ্নে জগতের মঙ্গল কামনায় প্রতিবছর এ উত্তরায়ন অনুষ্ঠিত হয়ে থাকে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সম্প্রীতির জেলা পর্বত্য বান্দরবানের সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা পরিচ্ছন্ন ভাবে অংশ গ্রহন করেন এবং জগতের সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়