বৃহস্পতিবার ● ৩১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা
আলীকদমে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা
আলীকদম (বান্দরবান ) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিমুল হয়দার। আজ বৃহস্পতিবার ৩১ জানুয়ারী বেলা ১২ টার সময় আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
এমসয় আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বালি পাচার কালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ (খ) ধারায় মো. ইমরান নামের এক বালি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, নজির মেম্বার পাড়াস্থ জমানো পাথর ভাঙ্গানোর কাজে নিয়োজিত শ্রমিক মো. ফজজুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাবু পাড়াস্থ মাতামুহুরী নদীর তীরবর্তী অঞ্চল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ডাম্পার চালক মো. আরিফকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা নগদ জরিমানা করেন ।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিমুল হায়দার বলেন, আলীকদমে কোন প্রকার বালি মহাল বা পাথর কোয়ারী ইজারা নাই। অবৈধভাবে কিছু লোক বালি ও পাথর উত্তোলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যহত থাকবে। প্রশাসন এবিষয়ে সোচ্ছার।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা