বৃহস্পতিবার ● ৩১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা
আলীকদমে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা
আলীকদম (বান্দরবান ) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিমুল হয়দার। আজ বৃহস্পতিবার ৩১ জানুয়ারী বেলা ১২ টার সময় আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
এমসয় আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বালি পাচার কালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ (খ) ধারায় মো. ইমরান নামের এক বালি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, নজির মেম্বার পাড়াস্থ জমানো পাথর ভাঙ্গানোর কাজে নিয়োজিত শ্রমিক মো. ফজজুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাবু পাড়াস্থ মাতামুহুরী নদীর তীরবর্তী অঞ্চল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ডাম্পার চালক মো. আরিফকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা নগদ জরিমানা করেন ।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিমুল হায়দার বলেন, আলীকদমে কোন প্রকার বালি মহাল বা পাথর কোয়ারী ইজারা নাই। অবৈধভাবে কিছু লোক বালি ও পাথর উত্তোলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যহত থাকবে। প্রশাসন এবিষয়ে সোচ্ছার।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন