মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের ঘটনায় সংঘর্ষে আহত তিন
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের ঘটনায় সংঘর্ষে আহত তিন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় ৩য় ইউনিটে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বড়পুকুরিয়া তাপবিদুৎ কে›দ্রে স্থানীয় ১৪৩জন শ্রমিকের নামের তালিকা প্রেরণ করা হয়। এর মধ্যে সোমবার ৮ এপ্রিল সকালে ক্লিনার পদে ২০জন শ্রমিকের যোগদানের কথা থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তা না করায় কর্মস্থলে যোগদানের দাবীতে শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ শুরু কওে ৩য় ইউনিটের আন্দোলন পরিচালনা কমিটির শ্রমিকেরা।
এ সময় তারা রাস্তায় আগুন লাগিয়ে দফায় দফায় রাজপথ ও রেলপথ অবরোধ করে। বিকেলে পার্বতীপুর-ঢাকা রেল লাইনে লাল ঝান্ডা লাগিয়ে অবরোধের চেষ্টা করে তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রেলপথ ও রাজপথ স্বাভাবিক হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্যের ভাই যুবলীগের সভাপতি খাজানুর রহমানসহ কয়েকজন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে এলে আন্দোলনরত শ্রমিকদের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে শ্রমিকরা তাদের ওপর চড়াও হয়ে মারপিট করে। এসময় তাদের মোটর সাইকেলও ভাংচুর করে শ্রমিকরা। এতে গুরুতর আহত হলে খাজানুর রহমান ও আরিফুল ইসলাম সুমন ও মাসুদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে খনি এলাকায় যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার অশংকা করছে এলাকাবাসী।





পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই