শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে হোটেলে ১০ দিন আটকে রেখে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক উশৈসিং আটক
বান্দরবানে হোটেলে ১০ দিন আটকে রেখে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক উশৈসিং আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের অপহরণ করে আবাসিক হোটেলে ১০ দিন ধরে আটকে রেখে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকর্কৃতের নাম উশৈসিং মারমা। সে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৭ ওয়ার্ডের ঘেরাউ মুখ পাড়া বাসিন্দা অংশৈনু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবানের রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক উপজাতি ছাত্রীকে জেলার রোয়াংছড়ি থেকে গত ২৩ এপ্রিল অপহরণ করা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার জেলা শহরের বাস স্টেশন থেকে ধর্ষককে আটক ও অপহৃতকে উদ্ধার করে পুলিশ।
ছাত্রীর পিতা চিংসিংঅং মারমা বলেন, রোয়াংছড়িতে পড়ালেখা করানো জন্য ছোট ভাইয়ের মেয়ের সাথে দুই জনকে বাসা ভাড়া করে রেখেছে। আমার ছোট ভাই গত ২৩ এপ্রিলের রাত জানায় মেয়ের নিখোঁজ। শুনেছি এই ছেলে আমার মেয়েকে অপহরণ করেছে।
আরো জানা গেছে, উপজেলার তারাছা ইউনিয়নের ৭ ওয়ার্ডের ঘেরাউ মুখ পাড়া বাসিন্দা অংশৈনু মারমার ছেলে উশৈসিং এই ছাত্রীকে রোয়াংছড়ি থেকে বান্দরবানে নিয়ে আসে। পরে শহরের মাস্টার গেস্ট হাউসের কর্মরত উশৈসিং মারমার ছোট ভাই থোয়াইহ্লাচিং মারমা এর সহযোগিতায় থোয়াইচপ্রু মাস্টার গেস্ট হাউসের বিনামূল্যে হোটেলে থাকতে দেন। এই হোটেল প্রায় ৫ দিনের থাকার পর স্থান পরিবর্তন করে থাকেন অতিথি হোটেলে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে ধর্ষকসহ ছাত্রীকে থানার নিয়ে আসা হয়েছে। আসামি উশৈসিং মারমার বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা