শুক্রবার ● ১৭ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ধর্মীয় অনুশাসন মেনে স্ব-স্ব অবস্থান থেকে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে : দীপংকর তালুকদার
ধর্মীয় অনুশাসন মেনে স্ব-স্ব অবস্থান থেকে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে : দীপংকর তালুকদার
ষ্টাফ রিপোর্টার :: মৈত্রীপূর্ণ চিন্তা চেতনা ও ধর্মীয় অনুশাসন মেনে স্ব-স্ব অবস্থান থেকে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহবান জানিয়েছেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, বৌদ্ধ ধর্মের মূলবাণী অহিংসা ও মৈত্রী। সকল ধর্মেই মানবতা, শুভ ও কল্যাণ চিন্তার কথা বলা হয়েছে। সমাজ থেকে হিংসা, দ্বেষ মুছে ফেলে মানবের হিতে ব্রতী হতে পারলে অহিংসা ও মৈত্রীপূর্ণ সমাজ গঠন সম্ভব।
আজ শুক্রবার ১৭ মে সকালে বৈশাখী পূর্ণিমা ও ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধাম কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবীর ভন্তের ৫৫তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈশাখী পূর্ণিমা ও ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধাম কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবীর ভন্তের ৫৫তম শুভ জন্ম বার্ষিকী অনুষ্ঠানে পূর্ণার্থীদের উদ্দেশ্যে দেশনা প্রদান করেন পূজ্য বনভান্তের শিষ্যপ্রধান ও রাজ বন বিহারের আবাসিক প্রধান অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু ও ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা প্রমুখ।
এর আগে দীপংকর তালুকদার এমপি ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের সিড়িঁ নির্মাণ ও ফরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রের রাস্তা কার্পেটিং এর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি