শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » লাইফস্টাইল » ঈদ পরবর্তী অভিমত
ঈদ পরবর্তী অভিমত

পলাশ বড়ুয়া :: ঈদ মানে আনন্দ, ঈদ মানে বহু কাঙি্ক্ষত খুশির প্রহর ৷ প্রতিবছর বহু প্রতীক্ষিত ঈদকে ঘিরে মানুষের মনে ছড়িয়ে পড়ে খুশির বার্তা ৷ কিন্তু আমাদের সামান্য অসতর্কতা ঈদের পরবর্তী দিনগুলোকে দুর্বিষহ করে তুলতে পারে ৷ কেননা, ঈদ মানে আনন্দ আর উল্লাস ৷ বাঁধভাঙ্গা আনন্দ উল্লাস করতে গিয়ে উঠতি বয়সীরা অপসংস্কৃতির দিকে নুয়ে পড়ছে ৷
প্রতিটি সড়ক, উপ-সড়কে যানবাহনের উপঁচে পড়া ভিড়৷ যানজটে একাধিক গাড়ীতে দেখা গেল অনেকের মাথায় লাল ফিতা, সেই সাথে কানফাটা আওয়াজে সাউন্ড সিস্টেমে উঠতি বয়সীদের লাফালাফি যেন উত্তাল সাগরের ঢেউকে হার মানাবে৷ কিন্তু ঘটে তার বিপরীত গত ঈদুল ফিতরের সময় সারাদেশের ন্যায় কঙ্বাজারও আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দূর্ঘটনা সহ সাগরে সলিল সমাধি হয় অনেকের৷
অপরদিকে ঈদুল ফিতর বা রমজানের ঈদের যে প্রস্তুতি থাকে, তা থেকে একেবারে ভিন্ন প্রস্তুতি চলে ঈদুল আজহা বা কোরবানির ঈদে৷ পশু কোরবানিকে কেন্দ্র করে এই ঈদে থাকে বিশেষ আয়োজন৷
পশু জবাই করে রক্ত অপসারণ, চামড়া পৃথক করা ও বজ্য ফেলার দিকে অনেকেই উদাসীন থাকে৷ ফলে কোরবানির বর্জ্যের কারণে জনজীবনে নেমে আসে দুর্ভোগ৷ একদিনের সামান্য অসচেতনতা আমাদের ঈদের খুশিকে যেমন ক্ষণস্থায়ী করে, তেমনি নষ্ট করে সুন্দর পরিবেশ৷
তাই প্রতিটি অভিভাবকের সচেতনতার পাশাপাশি ও সংশিস্নষ প্রশাসনের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানাচ্ছি, গাড়ীভর্তি এসব বিপদগামীদের গতিরোধ করার পাশিাপাশি দীর্ঘতম সৈকত নগরীতে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার একানত্ম প্রয়োজনীয়তা রয়েছে৷
ঈদ পরবর্তী দেশের সর্বস্থরের মানুষের নীরোগ, নিরাপদ ও সুস্থ জীবন প্রত্যাশা রইল৷
আডলোড : ২৬ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল৪.৪৫ মিঃ





ঝিনাইদহে ব্যতিক্রমী বিয়ে
ব্রণর দাগ থেকে মুক্তির সহজ উপায়
বার্ধক্য প্রতিরোধী গবেষণা সফল হলে মানুষ দেড়শো বছর পর্যন্ত বাঁচতে পারে
বর্তমানে যৌন রোগীর চিকিৎসায় হোমিওপ্রতিবিধান
পিতাকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা
গড় আয়ুর দিক থেকে জাপান বিশ্বে শীর্ষস্থানে কি ভাবে জেনে নিন : ছয়টি পরামর্শ
নৌকায় জন্ম, নৌকায় বাস, নৌকাতেই মৃত্যু মানুষগুলোর
নওগাঁয় সর্বনিন্ম তাপমাত্রা ৯.০৫ ডিগ্রি সেলসিয়াস : বিপাকে খেটে খাওয়া মানুষরা
৭১’পরবর্তী সময়ে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি রুপতেরা বিবির ভাগ্য
মুরুংদের সামাজিক জীবন প্রণালী