রবিবার ● ১০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে দোকানে ট্রাক ঢুকে দাদা-নাতিসহ নিহত ৫
গাজীপুরে দোকানে ট্রাক ঢুকে দাদা-নাতিসহ নিহত ৫

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাসত্মার পাশে থাকা মুদি দোকানে ঢুকে পড়েছে৷ এতে ট্রাকচাপায় দাদা-নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন৷
১০ জানুয়ারি রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে৷
নিহতরা হলেন- দোকানী হাছেন আলী (৭০) ও তার নাতি জুবায়ের (৮ মাস) এবং বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৬৫), নার্গিস আক্তার (৩৫) ও জিমি (২)৷
আহতরা হলেন-নিহত হাছেন আলীর ছেলে জাকির হোসেন (৩০), স্থানীয় পূর্ব চান্দনা এলাকার নার্গিস (৩৫), সামনত্মপুর এলাকার রোকসানা (৩০), বিলাশপুর এলাকার কামাল (৩৫), তড়ত্পাড়া এলাকার মোতালেব (১৫), ধীরাশ্রম এলাকার মোজাম্মেল (১৫), বাইপাস সড়ক এলাকার রাসেল (২৫) ও কলেরবাজার এলাকার মিলি আক্তার (১৯)৷
ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, রবিবার দুপুর দেড়টার দিকে চকপাউডার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঝালমুড়ি ও মুদির দোকানে ঢুকে পড়ে৷ এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ঝালমুড়ি বিক্রেতা হাছেন আলী, মোসলেম উদ্দিন, নার্গিস আক্তার ও জিমি নিহত হন৷
গুরুতর অবস্থায় উদ্ধার করে জুবায়েরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়৷ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিত্সক ফারজানা জাহান আট মাস বয়সী জুবায়েরকে মৃত ঘোষণা করেন৷ জুবায়েরের বাবার নাম জাকির হোসেন৷
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ ট্রাকটি উদ্ধারের কাজ চলছে৷ তবে চালক পালিয়ে গেছেন৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা. মো. আবদুস সালাম সরকার জানান, আহতদের মধ্যে আট জনকে সেখানে চিকিত্সা দেয়া হচ্ছে৷ গুরুতর অবস্থায় এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বাইপাস মহাসড়কের দুই পাশে ১২ কি.মি. যানজটের সৃষ্টি হয়েছে৷





গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন